বাংলাদেশের প্লেব্যাক ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র খুরশীদ আলম। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চার শতাধিক কালজয়ী গান উপহার দিয়েছেন এই কিংবদন্তি শিল্পী। সম্প্রতি রাহাত সাইফুলের সঞ্চালনায় ‘রাইজিংবিডি স্পেশাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন তিনি। সেখানেই তিনি বর্তমান প্রজন্মের শিল্পী ও সংগীতজগতের অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন। রিয়েলিটি শো থেকে উঠে আসা কণ্ঠশিল্পী নোবেল সম্পর্কে মতামত দিতে গিয়ে খুরশীদ আলম বলেন, “নোবেল বিতর্কিত একজন লোক। ওর সঙ্গে আমার সরাসরি যোগাযোগ নেই, তবে যেটুকু শুনেছি—তার মধ্যে ট্যালেন্ট ছিল। যখন দেখতাম ও আইয়ুব বাচ্চুর গান করছে, তখনও শ্রদ্ধার ঘাটতি ছিল। একজন শিল্পীর উচিত সুরকার ও গীতিকারের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা। নোবেলের ভয়েস অবশ্যই সুন্দর।”আরো পড়ুন:১১ দিন লড়াই করে মারা গেলেন গায়ক রাজবীরজুবিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, স্ত্রীর ক্ষোভ-প্রশ্ন নোবেলকে কোনো পরামর্শ দিতে চান কি না,...