হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশ দেখে অনেকেই চমকে উঠবেন। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচের একাদশে সাম্প্রতিক সময়ে আলোচিত দুই প্রবাসী শামিত সোম ও ফাহামিদুল ইসলামের জায়গা হয়নি। যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহামেদকেও রাখেননি স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচের একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার। প্রিয় ৪-৪-২ ফরম্যাশনে হংকংকে হারানোর পরিকল্পনা করেছেন কাবরেরা। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ চোটের কারণে মিস করেছিলেন গোলকিপার মিতুল মারমা। হংকংয়ের বিপক্ষে তাকে ফিরিয়েছেন কোচ। পেশির চোট থেকে পুরোপুরি সেড়ে ওঠেননি বলে স্কোয়াডে থাকলেও একাদশে নেই সেন্টারব্যাক তপু বর্মণ। তার অনুপস্থিতিতে তারেক কাজী ও তরুণ শাকিল আহাদ তপুর দায়িত্ব থাকবে সেন্টারব্যাক পজিশনে। লেফটব্যাক পজিশনে খেলবেন সাদউদ্দিন। আর রাইটব্যাকে তার ছোটভাই তাজউদ্দিন। মাঝমাঠের নের্তৃত্ব দেবেন...