বয়সটা মাত্র ১৮ পেরিয়েছে। এরই মধ্যে আর্জেন্টিনার আইকনিক ১০ নাম্বার জার্সি গায়ে উঠে গেছে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে খেলেননি লিওনেল মেসি। যে কারণে কোচ লিওনেল স্কালোনি মিডফিল্ডার মাস্তান্তুয়ানোর শরীরেই জড়িয়ে দিলেন মেসির ১০ নাম্বার জার্সিটা। এ দিয়ে একটা বিষয়ই স্পষ্ট হলো, আরও অনেক বড় তারকা থাকলেও ভবিষ্যতে ১০ নাম্বার জার্সির ঐতিহ্য বহন করতে হবে এই তরুণ রিয়াল মাদ্রিদ তারকাকেই। স্বাভাবিকভাবেই মাদত্র ১৮ বছর বয়সে আর্জেন্টিনা এবং রিয়াল মাদ্রিদ ভক্তদের নজরে পড়েছেন ফ্রাঙ্কো। দ্রুতই ফুটবল দুনিয়ার আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডার। মাত্র ১৮ বছর বয়সেই তিনি এখন রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনা জাতীয় দলে নিয়মিত মুখ। শুধু তাই নয় এখন তার চোখ এখন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্তান্তুয়ানো বলেন, ‘এটা আমার...