০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান বলেছেন, বিশ্বকাপ বাছাইপর্বে সোমালিয়ার বিপক্ষে আলজেরিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। ২৭ বছর বয়সী লুকা জিদান ফ্রান্সের যুব দলে খেলেছেন। দাদার জন্মসূত্রে তিনি আলজেরিয়ার নাগরিকত্ব লাভ করেছেন। বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে আলজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ওরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই গোলরক্ষক বলেছেন, ‘এখানে আসতে পেরে আমি দারুন খুশী। এটা আমাকে গর্বিত করেছে। আলজেরিয়ার জনগণকে গর্বিত করার জন্য নিজের শতভাগ দেবার চেষ্টা করবো।’ স্প্যানিশ দ্বিতীয় টায়ারের দল গ্রানাডার খেলোয়াড় জিদান জুনিয়র গত মাসে আলজেরিয়ার নাগরিকত্ব লাভ করেছেন। আসন্ন দুটি বাছাইপর্বের ম্যাচের জন্য তিনি প্রথমবার আলজেরিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন। লুকা বলেন, ‘পুরো পরিবার আমাকে নিয়ে গর্বিত। তারা সবাই আমার এই সিদ্ধান্তকে...