০৯ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মতি জানিয়েছে ইসরাইল ও হামাস। এই পর্যায়ে অন্তর্ভুক্ত আছে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি, যা দুই বছর ধরে মধ্যপ্রাচ্যে চলা ভয়াবহ সংঘাত শেষ করার দিকে প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে, তারা আশা করছে যে এর ফলে ‘সম্পূর্ণ ইসরাইলি সেনা প্রত্যাহার’ এবং ‘মানবিক দুর্ভোগ লাঘবের জন্য জরুরি পদক্ষেপ’ নেওয়া হবে। ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করুন, এবং দুই-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ন্যায়সঙ্গত ও ব্যাপক শান্তি অর্জনের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন,’ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। হামাসও নিশ্চিত করেছে, তারা যুদ্ধের সমাপ্তির জন্য চুক্তিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরাইলি...