গত জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হার বড় ধাক্কা হয়ে এসেছিল বাংলাদেশ ফুটবল দলের জন্য। হামজা দেওয়ান চৌধুরীসহ প্রবাসী ফুটবলারদের আগমনে দর্শকদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তাতেও কিছুটা ব্যাঘাত ঘটে। ফুটবল ভক্তদের মাঝে সেই উন্মাদনা আবারও ফিরে এসেছে। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ (বৃহস্পতিবার) হামজা-জামালদের প্রতিপক্ষ হংকং। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ নিয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে। টিকিট ছাড়ার মাত্র আধাঘণ্টার মাঝেই প্রায় ১৯ হাজার আসনের টিকিট কিনে নিয়েছেন দর্শকরা। দর্শকের এমন রোমাঞ্চের মাঝেও অবশ্যই বাংলাদেশকে কঠিন সমীকরণ মেলানোর লক্ষ্যে নামতে হচ্ছে। যেখানে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের জয় ছাড়া ভিন্ন ফল আরও বিপাকে ফেলে দিতে পারে! এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে ভারতের বিপক্ষে ড্র দিয়ে শুরু...