কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় যে নৌকাটি ধ্বংস হয়েছে, সেটি ছিল কলম্বিয়ার এবং সেখানে কলম্বিয়ার নাগরিকরা ছিলেন। তবে হোয়াইট হাউস এই অভিযোগকে “ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে। খবর বিবিসির। গত কয়েক সপ্তাহে ক্যারিবীয় সাগরে অন্তত চারটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ২১ জন নিহত হয়েছেন। ওয়াশিংটন বলছে, আন্তর্জাতিক জলসীমায় এই হামলাগুলো মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। তবে তারা এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা নিহতদের পরিচয় প্রকাশ করেনি, যা নিয়ে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সময় বুধবার (৮ অক্টােবর) মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এসব সামরিক অভিযান থেকে বিরত রাখার একটি প্রস্তাব উত্থাপন করা হলেও তা অল্প ব্যবধানে নাকচ হয়ে যায়। এই প্রসঙ্গে মার্কিন সিনেটর অ্যাডাম শিফের এক পোস্টের জবাবে পেত্রো বলেন, “নতুন এক যুদ্ধক্ষেত্র...