ঢাকা : উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুনের নান্দোশিতে গড়ে তোলা হচ্ছে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (এলএমএমএফ)।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের নামকরণ করা হবে ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এলএমআইএমএস)’। যা এশিয়ার অন্যতম বৃহৎ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে।লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. ধনঞ্জয় কেলকর দেশটির গণমাধ্যমকে বলেন, আমরা অনুমতির অপেক্ষায় আছি এবং আশা করছি ডিসেম্বর থেকেই নির্মাণ কাজ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য এলএমআইএমএস-কে এশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে স্থান দেওয়া।এর আগে গায়িকার ৯৬তম জন্মবার্ষিকীতে হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন তার ভাই, বিশিষ্ট সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর। গায়িকার জন্মদিন উপলক্ষ্যে পুনেতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, লতা দিদি আমাদের বাবার উত্তরাধিকার বহন করে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে লালন করেছেন। এখন...