০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম আমাদের নবী (সা.) সৃষ্টিজগতের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন (সহীহ বুখারী, ৬)। কিন্তু এ গুণ আমাদের কালিমায় উচ্চারিত হয়নি। তিনি সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন (সহীহ বুখারী, ৫০৬৩)। কিন্তু এ কথাটিও আমাদের কালিমায় নেই। রাসূল (সা.) আস-সাদিকুল আমীন ছিলেন; কিন্তু এ বৈশিষ্ট্যও আমাদের কালিমাতে উচ্চারিত হয়নি। রাসূলুল্লাহ (সা.) ক্ষমা, বীরত্ব, সৌন্দর্য, ইলম, উদারতা—সর্বগুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন। কিন্তু এসব বৈশিষ্ট্যের মধ্যে একটিও আলাদাভাবে আমাদের কালিমায় উচ্চারিত হয়নি। আমাদের কালিমাতে শুধু একটি বৈশিষ্ট্যের কথাই এসেছে, তা হচ্ছে “রাসূলুল্লাহ”। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ উপরিউক্ত বৈশিষ্ট্যের কোনোটিই ‘বেমিছাল’ নয়। রাসূল (সা.) এর পর্যায়ে না হলেও একটা পর্যায়ে অনেক মানুষের মধ্যেও এ ধরণের গুণাবলি আছে। কিন্তু ‘রাসূলুল্লাহ’ গুণটি বেমিছাল। মুহাম্মদ আল্লাহর রাসূল—এই কথাটির...