গুম প্রতিরোধ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে গুম কমিশনের কার্যালয়ে এক বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। এফআইডিএইচের সভাপতি বলেন, গুম একটি আন্তর্জাতিক অপরাধ এবং এ বিষয়ে কমিশনের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কেএম খালিদ বিন জামান জানান, বৃহস্পতিবার গুলশানের কার্যালয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এফআইডিএইচ’র সভাপতি অ্যালিস মগওয়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এফআইডিএইচ সভাপতিকে স্বাগত জানান এবং কমিশনের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদ্বেগজনক দিক...