০৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম লো স্কোরিং ম্যাচ উত্তাপ ছড়ালো শেষ ওভার পর্যন্ত। যে লড়াইয়ে শেষ পর্যন্ত ঢাকা বিভাগকে বিদায় করে ফাইনালের আশা জিইয়ে রাখল রংপুর বিভাগ। সিলেটে জাতীয় লিগ টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে বৃহস্পতিবার ঢাকাকে ১ উইকেটে হারায় রংপুর। ১২৪ রানের লক্ষ্য পূরণ করতে ১৯.৫ ওভার পর্যন্ত লেখতে হয়েছে গত আসরের চ্যাম্পিয়নদের। ২ বলে যখন দরকার ২ রান, তখন খুড়িয়ে ব্যাট করছিলেন আব্দুল গাফ্ফার সাকলাইন। এমন সময় বাইন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন রংপুরের ১১ নম্বর ব্যাটসম্যান। রংপুরের জয়ের আসল নায়ক অবশ্য সাকলাইন নন, তাদের অধিনায়ক আকবর আলি। ১২৪ রান তাড়ায় ৫২ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল, পাল্টা আক্রমণে তখন ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের দুয়ারে।...