নিজস্ব প্রতিবেদক : বর্তমান ১৪ শতাংশের বেশি সুদহারে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন— এমন মন্তব্য করে সুদের হার এক অঙ্কে (single digit) নামিয়ে আনার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর–এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ দাবি জানান। বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ–সহ ১৪ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন,“বর্তমানে দেশে সুদের হার ১৪ শতাংশের ওপরে। অথচ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা মুনাফা করে মাত্র ১০–১১ শতাংশ। ফলে তারা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করতে পারছেন না। এ অবস্থায় বিশ্ববাজারে প্রতিযোগিতা করা অসম্ভব।” তিনি আরও বলেন—“রপ্তানি সক্ষমতা ধরে রাখা, বিনিয়োগ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগামী মুদ্রানীতিতে সুদহার এক অঙ্কে নামিয়ে আনার জন্য অনুরোধ করেছি। গভর্নর...