ঢাবির বাংলাদেশ-চীন মৈত্রী ছাত্রী হল নির্মাণ কাজ কতটা এগিয়েছে? NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’ ৪৪ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে।হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর একটি অফিসিয়াল চিঠি কয়েক মাস আগে ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। চীন সরকার ইতোমধ্যেই এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান রয়েছে।প্রক্রিয়া শেষে চীনের একটি বিশেষজ্ঞ দল সম্ভাব্যতা যাচাই পরীক্ষার জন্য শিগগিরই ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, এ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫শ’ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই...