‘সচেতন ব্যবসায়ী ফোরামের’ উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী মো. মুস্তাফিজুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন হকস বে-এর চেয়ারম্যান ও বারভিডা’র সভাপতি আবদুল হক এবং বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের প্রথম ও দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হিসেবে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সাল পর্যন্ত ব্যাংকটি দেশের সেরা ব্যাংকের মর্যাদা অর্জন করে। দেশে গার্মেন্টস, বড়, মাঝারি ও ক্ষুদ্র শিল্পসহ প্রায় ৬ হাজার শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও ৮৫ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি বৈদেশিক রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অবদান রাখে। তবে ২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যবসায়ী এস...