গাজা উপত্যকায় যুদ্ধ অবসানের লক্ষ্যে ‘যুদ্ধ বিরতি চুক্তি’ ঘোষণার পর অনবরত বোমা হামলার শিকার ফিলিস্তিনিরা স্বস্তির পাশাপাশি উল্লাস প্রকাশ করেছে। অন্যদিকে ইসরায়েলের তেলআবিব শহর থেকেও পাওয়া গেছে উদযাপনের সংবাদ। খবর আলজাজিরার। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় চুক্তির খবর আসার পরপরই দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের লোকজন তা উদযাপন করতে রাস্তায় বেরিয়ে আসে। সেখানকার অধিবাসীরা আশা করছে এর ফলে ইসরায়েলের হামলা থেকে সত্যিকারের মুক্তি সম্ভব হবে। ছয় মাস আগে অস্ত্রবিরতি ঘোষণার পর সেই অবস্থান থেকে সরে এসে পুরোদমে সংঘাতকে উসকে দেওয়ার সেই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না বলেই আশা করছে গাজার অধিবাসীরা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গাজার বাসিন্দা আব্দুল মাজিদ বলেন, ‘এই যুদ্ধবিরতির জন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ, রক্তপাত ও হত্যাযজ্ঞ শেষ হওয়ার জন্য… গাজার সবাই খুব খুশি।’ আরেকজন অধিবাসী খালেদ শাত বলেন, ‘এই...