জার্মানির নতুন রাষ্ট্রদূত রুডিগার লোৎজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। রাষ্ট্রদূতের আমন্ত্রণে প্রতিনিধি দল বৃহস্পতিবার বারিধারায় জার্মান দূতাবাসে যায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এনসিপি বলছে, দলের যুগ্ম আহ্বায়ক ও পররাষ্ট্র সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, তাহসিন রিয়াজ ও সাইফ মোস্তাফিজ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ এসময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, সংস্কার কার্যক্রমের...