২০২৫ সালের নোবেল পুরস্কার প্রাপকদের নাম গত সোমবার (৬ অক্টোবর) থেকে ঘোষণা শুরু হয়েছে। আজ চতুর্থ দিন সাহিত্যে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের পক্ষ থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ঘোষণায় জানানো হয়, এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরীয় লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। নোবেল কমিটি জানিয়েছে, লাসজলো ক্রাসনাহোরকাই এই সম্মান দেওয়া হয়েছে ‘তাঁর মনোমুগ্ধকর ও দূরদর্শী রচনার জন্য।’ তাঁর লেখাগুলো মহাবিশ্বের ভয়াবহতা বা নৈরাশ্যর মধ্যেও শিল্পের শক্তিকে আবার প্রতিষ্ঠিত করে। এর আগে গতকাল বুধবার (৮ অক্টোবর) রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। ঘোষণায় বলা হয়, জাপানের কিউটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির ওমর এম ইয়াঘি। ধাতব-জৈব কাঠামো আবিষ্কারের জন্য এই তিনজনকে এ বছরের নোবেল পুরস্কার দেওয়া হয়। তাদের...