০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম একাধিক বার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার বলেছেন। এই পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার এই বছরের নোবেল শান্তি পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা হতে চলেছে। তার আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের একটি ছবি পোস্ট করে লেখা হল, ‘দ্য পিস প্রেসিডেন্ট’, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট! নোবেল শান্তি পুরস্কার ঘোষণার দু’দিন আগে এই পোস্টকে ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। বুধবার ট্রাম্প নিজেও তার পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন। বুধবার ট্রাম্প আরও এক বার দাবি করেন, তিনি বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন। ওই তালিকায় রয়েছে ভারত-পাকিস্তান সংঘাতও। আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প আশাবাদী যে,...