উচ্চ সুদের কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিনিয়োগ ব্যাহত হচ্ছে। আগামী মুদ্রানীতিতে সুদহার কমিয়ে এক অংকে (৯ শতাংশে) নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।তারা বলেছেন, বর্তমানে সুদহার প্রায় ১৪ শতাংশ, এই উচ্চ সুদহারে কোনোভাবেই ব্যবসা-বাণিজ্য টিকে থাকা সম্ভব নয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎকালে এ দাবি জানান ব্যবসায়ীরা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ১৪ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেখানে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মুনাফাই করে ১০ থেকে ১১ শতাংশ,...