শাকিব খানের একসময়ের কাছের বন্ধু ছিলেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। এই নায়কের ভালো মন্দে সবকিছুতেই জড়িয়ে থাকতো ইকবালের নাম। তবে এখন তাদের মধ্যকার দূরত্ব অনেক। সুযোগ পেলেই শাকিবকে কটাক্ষ করেন তিনি। শুধু তাই নয়, শকিবকে সুপারস্টার হিসেবে মানেন না। তার সিনেমাগুলো ব্যবসা করছে বলেও বিশ্বাস করেন না। তিনি মনে করেন শাকিবের সিনেমা নিয়ে তোলা হাইপ আসলে ভুয়া। সংবাদমাধ্যমকে ইকবাল বলেন, আমি যা বলি সত্য বলি, আমি কোনো মিথ্যা বলি না। শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা আসলে ভুয়া। ‘প্রিয়তমা’র পরে তার একটা সিনেমাও চলেনি। কিন্তু তাকে নিয়ে এরপর যে ফার্স্ট ক্লাস ডিরেক্টররা ছবি বানায়, খোঁজ নিয়ে দেখেন ইউটিউব গ্রুপ, ফেসবুক গ্রুপকে টাকা দিয়ে তারা আওয়াজ তুলেছে। আসলে কিন্তু সিনেমা ব্যবসা করেনি। তিনি বলেন, শাকিব খানকে নিয়ে সবাই...