বাংলাদেশ ক্রিকেটের নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটেই সময় দিচ্ছেন দিন-রাত। তার মাসিক বেতন নেই, দেশের কোনো ব্যবসা নেই।তবুও তিনি একমাত্র উদ্দেশ্য নিয়েই দিন কাটাচ্ছেন- ফুলটাইম ক্রিকেট। কিভাবে চলছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে বুলবুল বললেন, ‘আমার আশুলিয়ায় একটি জমি ছিল, সেটা বিক্রি করেছি। সেটি দিয়ে চলছি। আপাতত অন্য কিছু ভাবছি না, ক্রিকেটের সঙ্গে কোনো দ্বন্দ্বের পথে যাইনি। তবে আপাতত চিন্তা করিনি, কি করব। ’ বুলবুলের দেশের ক্রিকেটের প্রতি গভীর দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে যেসব ক্লাব নির্বাচনে অংশ নেয়নি, তাদের প্রতি তিনি স্পষ্ট। বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ। এখানে মোহামেডান, আবাহনী, ব্রাদার্স- বড় ক্লাবগুলো খেলে। তারা যদি এই থেকে দূরে থাকে, সেটা শুধু অভিমান। আমি চাই, সেই অভিমান ভাঙিয়ে তাদের আবার ফিরিয়ে আনব, ইনশাল্লাহ।...