শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক বছর আগের র্যাগিং ইস্যুতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে দুই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসে যান। পরে গোলচত্বরে এসে দুই বিভাগের শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।মিছিল চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘প্রহসনের বহিষ্কার মানি না, মানবো না’, ‘প্রহসন না প্রশাসন, প্রহসন প্রহসন’, ‘আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’, ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও, এক হও’, ‘প্রশাসনের...