পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি শরিয়াভিত্তিক ব্যাংক করার সিদ্ধান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একীভূত ব্যাংকটির নাম ঠিক করা হয়েছে ইন্টার ইউনাইটেড ইসলামি ব্যাংক। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ব্যাংকটি পরিচালনায় প্রাথমিকভাবে ২০ হাজার কোটি টাকা অনুদান দেবে সরকার। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমানত সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদন করা হয়েছে কেবিনেটে। ৫টি ব্যাংক বিলুপ্ত করে ১টি ইসলামী শরিয়াসম্মত ব্যাংক করার সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে ২০ হাজার কোটি টাকা অনুদান দেবে সরকার।’ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, ‘পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর অনুমোদন দেওয়া হয়েছে। ব্যক্তি নাগরিক তথ্য...