সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ করাসংক্রান্ত এক প্রশ্নে যে জবাব দিয়েছেন, সেটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শুধু দলীয় অবস্থান প্রকাশই নয়, বরং গণতন্ত্রের মৌলিক নীতির প্রতি শ্রদ্ধারও প্রতিফলন। তারেক রহমান বলেছেন,‘এ ব্যাপারে (আওয়ামী লীগকে নিষিদ্ধ) সিদ্ধান্ত নেবে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।’তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা, মতভেদ ও আদর্শিক সংঘাত থাকা স্বাভাবিক, কিন্তু তারেক রহমানের বক্তব্য ইঙ্গিত দেয়, তিনি প্রশাসনিক নিষেধাজ্ঞার চেয়ে জনগণের ভোটকেই সর্বোচ্চ শক্তি হিসেবে দেখতে চান। এই বক্তব্যে দুটি স্পষ্ট বার্তা নিহিত। প্রথমত, তিনি রাজনৈতিক প্রতিপক্ষকেও রাজনৈতিক পরিসরে রাখার পক্ষে। দ্বিতীয়ত, তিনি জনগণের সিদ্ধান্তকেই রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত ভিত্তি হিসেবে দেখেন। গণতন্ত্রে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। কেননা, একটি দল বা মতবাদকে...