২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন হাঙ্গেরির প্রখ্যাত লেখক লাসলো ক্রাসনাহোরকাই। আজ বৃহস্পতিবার নোবেল কমিটি তাঁকে এই সম্মাননা প্রদান করেছে। তাঁর অবদান উল্লেখ করতে গিয়ে নোবেল কমিটি বলছে, ‘লাসলো ক্রাসনাহোরকাইয়ের মন্ত্রমুগ্ধকর ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। তাঁর সাহিত্যকর্ম ভয়াবহ আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করে।’ ৭১ বছর বয়সী এই হাঙ্গেরীয় লেখক দীর্ঘকাল ধরে নোবেল পুরস্কারের জন্য সম্ভাব্য বিজয়ীদের তালিকায় ছিলেন। তাঁর রচনাশৈলী ফ্রাঞ্জ কাফকা এবং থমাস বার্নহার্ডের মতো মধ্য ইউরোপীয় কিংবদন্তি লেখকদের ঐতিহ্যকে ধারণ করে। তাঁর উপন্যাসগুলোতে সাধারণত ‘অ্যাবসার্ডিটি’ (অমূলকতা) এবং ‘গ্রোটেস্ক’ (ভীতিকর–উদ্ভট) ধারা বেশি মাত্রায় থাকে। সমালোচকরা তাঁকে ‘অ্যাপোক্যালিপসের সমসাময়িক হাঙ্গেরীয় মাস্টার’ হিসেবে অভিহিত করেছেন। নোবেল কমিটি বলছে, ক্রাসনাহোরকাইয়ের সাহিত্য শুধু পশ্চিমে সীমাবদ্ধ নয়। তাঁর লেখায় প্রাচ্য দর্শন এবং নান্দনিকতার গভীর প্রভাব দেখা যায়। তিনি...