অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি ও অর্থপাচার করছে, কাদের সেইফ এক্সিট দরকার– তাদের তালিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের প্রবীণ তেলী মোস্তাকিন আলীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুটি অটোরিকশা ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী। তখন নাহিদের প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও দুজন শহীদ পরিবারকে অর্থিক সহযোগিতা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থপাচার করছে, কাদের সেইফ এক্সিটের দরকার পড়ছে তাদের তালিকা দিন। বিএনপির বিরুদ্ধে শত সহস্র অপপ্রচারের পরও...