চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ হতে পারে। এ তারিখকে চূড়ান্ত ধরে শিক্ষা মন্ত্রণয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া এক বোর্ড চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘১৬ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন মিললেই ওই দিন ফল প্রকাশ করা হবে।’ গতকাল বুধবার (৮ অক্টোবর) রাতে ঢাকা বোর্ডের এক কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। কিন্তু ১৭ ও ১৮ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি ছুটির মধ্যে পড়ছে। ফলে ১৬ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি...