সেখান থেকেই বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেইজে একাধিক ছবি পোস্ট করেছেন আজহারী। গাংগমুন সমুদ্র সৈকতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া সীমান্ত ডি-মিলিটারাইজড জোন (ডি এম জেড) ও মাজাং লেক, সাসপেনশন ব্রিজে গিয়েছিলেন তারা। এসব ছবির সাথে ক্যাপশনে পবিত্র কুরআনের একটি আয়াত যুক্ত করে দেন আজহারী। সূরা আল আনকাবুতের ২০ নম্বর আয়াত উল্লেখ করে লিখেছেন, (নবি হে) বলুন, তোমরা পৃথিবীর বুকে সফর করো এবং দেখো তিনি কীভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর আল্লাহ পুনরায় সৃষ্টি করবেন। অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান।...