মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরা সীমিত বা নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইতালি। দেশটির ক্ষমতাসীন ডানপন্থি রাজনৈতিক দল ‘ব্রাদার্স অব ইতালি’ এ সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করতে যাচ্ছে। বুধবার ইউরোপীয় রাজনৈতিক মাধ্যম পলিটিকো-এর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, সরকার এটিকে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ’ হিসেবে দেখছে। প্রস্তাবিত বিল অনুযায়ী, আইনটি পাস হলে দোকান, বিদ্যালয়, সরকারি অফিসসহ সব ধরনের জনসমাগমস্থলে মুখ পুরোপুরি ঢেকে রাখার পোশাক পরা নিষিদ্ধ হবে। এ আইন ভঙ্গ করলে ৩০০ থেকে ৩ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪৩ হাজার থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা) পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। বিলের অন্যতম প্রণেতা ও সংসদ সদস্য আন্দ্রেয়া দেলমাস্ট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা অবশ্যই সম্মানযোগ্য, তবে তা হতে হবে সংবিধান ও ইতালির নাগরিক...