অর্থের তীব্র ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিল নিয়ে চরম অনিশ্চয়তার কারণে জাতিসংঘ বিশ্বব্যাপী ৯টি শান্তি রক্ষা মিশন থেকে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ (২৫ শতাংশ) শান্তিরক্ষী বাহিনীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের ফলে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের ওপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। খবর রয়টার্সের। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই ছাঁটাইয়ের আওতায় পড়বে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক কর্মী। এদেরকে তাদের সরঞ্জামসহ প্রত্যাহার করা হবে। বিশেষজ্ঞদের মতে, শান্তিরক্ষী কমানোর এই পদক্ষেপ বিশ্বব্যাপী শান্তি রক্ষা অভিযানের কার্যকারিতা ও প্রভাবকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বড় তহবিলদাতা হলো যুক্তরাষ্ট্র, যারা মোট তহবিলের ২৬ শতাংশের বেশি সরবরাহ করে। তবে, বর্তমানে যুক্তরাষ্ট্রের বকেয়া...