বছরের শুরুতে নানান পরিকল্পনা থাকে। যেমন- ওজন কমানো, নিয়মিত ব্যায়াম, বই পড়া বা আত্ম-উন্নয়নের লক্ষ্য। তবে অক্টোবর এলে দেখা যায়, সেই লক্ষ্যগুলোর অর্ধেকই হারিয়ে গেছে দৈনন্দিন ব্যস্ততার ভিড়ে। তখন মনে হয়, বছর তো প্রায় শেষ, এখন নতুন করে শুরু করব কেন? তবে ‘অক্টোবর থিওরি’ বলে একটি ধারণা আছে। এরমানে হল ঠিক এই সময়-ই হতে পারে নতুন করে শুরু করার সেরা সুযোগ। ‘অক্টোবর থিওরি’- এমন একটি ধারণা, যেখানে বলা হয়- অক্টোবর মাস হল জীবনে নতুন করে গতি আনার উপযুক্ত সময়। এই তত্ত্বর ভাবনা হল- বছরের শুরু না হোক, অক্টোবরেই হতে পারে দ্বিতীয় নতুন বছর। এই সময় মনোযোগ ফেরানো, নতুন অভ্যাস গড়া বা পুরানো লক্ষ্যগুলো আবার ধরার এক দারুণ সুযোগ তৈরি করা যায়। যে কারণে অক্টোবর লক্ষ্য নির্ধারণের জন্য উপযুক্ত সময় যদিও...