বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী মুফতি আমির হামজাকে পাগলা বক্তা হিসিবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘বার্তাবাহক আর সাংবাদিক- দুটি শব্দে আকাশ-জমিন পার্থক্য রয়েছে।’ বৃহস্পতিবার তার ফেসবুকে ধর্মীয় আলোচনা নিয়ে একটি ভিডিওতে তিনি এ মন্তব্য করেন। ড. আব্বাসী বলেন, আজ গাড়িতে আসতে আসতে শুনলাম কোন এক পাগলা বক্তা, সে বলছে নবী অর্থ সাংবাদিক। আমি কঠোর করে ফতোয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে। যতটুকু সংবাদ পৌঁছিয়েছে, আমার মিডিয়া সেল যতটুকু পাঠিয়েছে, বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। এ মূর্খ বক্তা কি বাকুরাতুল আদবটাও কি পড়ে নাই? এসো আরবী শিক্ষিকাটুও কি পড়ে নাই? তিনি আরও বলেন, নবী অর্থ সাংবাদিক নয়, নবী অর্থ সংবাদবাহক। যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার। আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। আর যেকোনো সংবাদ বাহককে নবী বলা যাবে...