মোহাম্মদ সালাহর নেতৃত্বে দুর্দান্ত এক অভিযানের পর অবশেষে মিশর নিশ্চিত করল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা। জিবুতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘গ্রুপ-এ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। এই জয়ে ২০২২ কাতার বিশ্বকাপে না খেলার আক্ষেপও মুছে গেল এক প্রজন্মের ফুটবলপ্রেমীর মনে। ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের পর এটি হবে মিশরের চতুর্থ বিশ্বকাপ অংশগ্রহণ।আরো পড়ুন:আলজেরিয়ার জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকামন্টেনেগ্রোকে উড়িয়ে দিলো মদ্রিচরা হোসাম হাসানের অধীনে পুরো বাছাইপর্বজুড়ে মিশর ছিল প্রায় নিখুঁত। রক্ষণে শৃঙ্খলা, আক্রমণে আগুন; দুটোরই এক অপূর্ব মিশেল ঘটিয়েছেন কোচ। পুরো অভিযানে দলটি করেছে ৯ ম্যাচে ১৯ গোল। যার মধ্যে ৯টিই সালাহর। গোল পেয়েছেন ত্রেজেগে (৫) এবং জিজো (২)।রক্ষণভাগে মিশর ছিল ততটাই অনবদ্য, মাত্র দুটি গোল হজম করেছে পুরো বাছাইপর্বে!...