ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গত আসরে শেষ ষোলোয় নাইজেরিয়ার বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও পেয়ে যায় আলবিসেলেস্তারা। এবারের বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল র্জেআন্টিনা। যেখানে আফ্রিকার দেশটিকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে আর্জেন্টাইনরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন জোড়া গোল করেছেন মাহের কারিজো। বাকি গোল দুটি করেন আলেজো সারকো এবং মাতেও সিলভেত্তি। আর্জেন্টিনা এদিন লিড পায় কিক-অফের ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায়। বায়ার লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড আলেজোর এই গোলটিই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে দ্রুততম। ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কারিজো। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পরও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৫৩ মিনিটে...