জাল নথি ব্যবহার করে মালয়েশিয়ার নাগরিক পরিচয় নিতে চাওয়ার অভিযোগে সাতজন বিদেশি ফুটবলারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। খেলোয়াড়দের জাতীয় দলে খেলানোর উদ্দেশ্যে তাদের নথি জাল করার দায়ে মালয়েশিয়ার ফুটবল ফেডারেশনকেও (এফএএম) কঠোরভাবে অভিযুক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার তদন্তে দেখা গেছে, মালয়েশিয়া এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপের বাছাইপর্বে বিদেশি খেলোয়াড়দের খেলানোর জন্য জাল জন্মসনদ তৈরি করেছিল। ওই নথিতে দেখানো হয়, খেলোয়াড়দের দাদা–দাদী বা নানা–নানী নাকি মালয়েশিয়ায় জন্মেছিলেন—যা ‘গ্র্যান্ডফাদার রুল’-এর আওতায় তাদের জাতীয় দলে খেলার যোগ্যতা দিত। কিন্তু ফিফার অনুসন্ধানে প্রমাণ মেলে, খেলোয়াড়রা আসলে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন ও নেদারল্যান্ডসের নাগরিক। নিষিদ্ধ সাত ফুটবলার হলেন—গ্যাব্রিয়েল ফেলিপে অ্যারোচা (স্পেন), ফাকুন্দো তোমাস গারসেস (আর্জেন্টিনা), রদ্রিগো জুলিয়ান হোলগাদো (আর্জেন্টিনা), ইমানোল হাভিয়ের মাচুকা (আর্জেন্টিনা), জোয়াও ভিক্টর ব্রানদাও ফিগুয়েরেদো (ব্রাজিল), জন ইরাজাবাল ইরাউরগি (স্পেন)...