ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা আইরিন সুলতানা। এরই মধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। মাঝে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন আইরিন। জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসানের ‘মহল্লা’ ধারাবাহিকে দেখা যাবে তাকে। এতেও একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। পুরান ঢাকার গল্প নিয়ে গড়ে উঠেছে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘মহল্লা’। এরই মধ্যে পুরান ঢাকা, সদরঘাট, উত্তরা ও ফার্মগেটের বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। বিদ্যুৎ রায়ের রচনায় এই দীর্ঘ ধারাবাহিকটি পয়লা নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।আরো পড়ুন:ফারিয়া কেন ‘নোংরা’ মন্তব্যের শিকার?ব্যাচেলর পয়েন্ট: অবশেষে ফিরছেন নেহাল ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম...