মক্কায় মহানবী (সা.) যখন নবুয়্যত লাভ করলেন, মানুষের কাছে আল্লাহর বার্তা নিয়ে এলেন, তখন মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরাসহ বেশিরভাগ মানুষই মুশরিক ছিল। কিন্তু মক্কার মুশরিকরা আল্লাহকে পুরোপুরি অস্বীকার করত না। তারা সৃষ্টিকর্তা, পালনকর্তা ও আশ্রয়দাতা হিসাবে আল্লাহকে স্বীকার করতো। এরপরও তারা মুশরিক ছিল কারণ তারা আল্লাহর সাথে অন্য দেব-দেবীদের মূর্তির পূজা করতো। তাদেরকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ও ক্ষমতাসম্পন্ন মনে করত। তাদের বিশ্বাস ছিল, এই মূর্তিগুলো আল্লাহর নৈকট্যের মাধ্যমে মানুষের কল্যাণ ও দুঃখ-দূর করতে পারে। অর্থাৎ তাদের বিশ্বাসে আল্লাহর প্রতি ইমান থাকলেও তাতে শিরকের সংমিশ্রণ ছিল। তারা সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে আল্লাহকে মানলেও আল্লাহকে এক ইলাহ ও এক উপাস্য হিসেবে মানত না। তারা তাওহীদুল উলুহিয়াত বা ইলাহের একত্ব মেনে চলত না। এ ছাড়া ভাগ্য পরীক্ষার জন্য তীর নিক্ষেপ, নক্ষত্রের ওপর ভরসা করা, তাবিজ,...