ফুটবল ইতিহাসের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা দিয়েগো ম্যারাডোনার এক ঐতিহাসিক জার্সি এবার উঠছে নিলামে। এটি কোনো সাধারণ জার্সি নয় ১৯৮৪ সালের কুখ্যাত কোপা দেল রে ফাইনালে মারামারিতে ছিঁড়ে যাওয়া সেই জার্সিটিই বিক্রির জন্য উঠছে। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ফাইনালে ম্যারাডোনার বার্সেলোনা মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিক বিলবাওয়ের। ম্যাচে বার্সেলোনা ১-০ গোলে হেরে গেলেও সবচেয়ে বেশি আলোচনায় ছিল ম্যাচশেষের ভয়াবহ মারামারি। মাঠ পরিণত হয়েছিল রণক্ষেত্রে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন ম্যারাডোনা নিজেই। এই ঘটনার পর তিনি তিন মাসের নিষেধাজ্ঞার মুখে পড়েন। মারামারির সময় ছিঁড়ে যাওয়া জার্সিটি এক লন্ড্রি কর্মী স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেন। পরে সেটি উপহার পান কাতালুনিয়ার এক বারের মালিক, যার পরিবার চার দশক ধরে এটি সংরক্ষণ করে রেখেছিল। এবার সেই পরিবার জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। নিলাম...