আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফেরত চাওয়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক ভূ-রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—এই পরিকল্পনার বিরুদ্ধে আফগানিস্তানের প্রায় সব প্রতিবেশী দেশ একসঙ্গে অবস্থান নিয়েছে। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের পাশে বসে ট্রাম্প বলেন, আমরা বাগরাম ঘাঁটি তালেবানের হাতে ছেড়ে দিয়েছিলাম বিনা মূল্যে। আমরা সেই ঘাঁটি ফেরত চাই। দুই দিন পর তিনি সামাজিক মাধ্যমে হুমকি দেন, যদি আফগানিস্তান বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রকে না ফেরায়, তবে খারাপ কিছু ঘটবে। তালেবান তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়ে জানায়, কোনো অবস্থাতেই আফগান জনগণ বাগরাম ঘাঁটি কোনো বিদেশি শক্তির হাতে তুলে দেবে না। ২০২১ সালে কাবুল দখলের পর থেকে তালেবান আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত সপ্তম ‘মস্কো ফরম্যাট পরামর্শ বৈঠকে’ রাশিয়া, ভারত, পাকিস্তান, চীন,...