নিজের স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে তার ওপর মরিচের গুঁড়া ছিটিয়েছেন স্ত্রী। গত ২ অক্টোবর ভারতের রাজধানী দিল্লির মাদনগির এলাকায় ভয়াবহ নির্যাতনের এ ঘটনাটি ঘটেছে। গুরুতর দগ্ধ ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভুক্তভোগী দিনেশ কুমার একটি ফার্মাসিউটিক্যাল কম্পানিতে কর্মরত। ঘটনার সময় তার চার বছরের মেয়েকে পাশে নিয়ে ঘুমাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, দিনেশের স্ত্রী সাধনা গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তার স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দেন এবং পরে ক্ষতের ওপর লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এতে দিনেশের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাকে মদনমোহন মালভিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন। মামলার এজাহারে দিনেশ কুমার বলেন, ‘গত ২ অক্টোবর রাতে অফিস থেকে...