নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বসবাসরত চিকিৎসক দেবলা মল্লিক জীবনের এক প্রান্তে এসে এমন এক আর্থিক চমকের মুখোমুখি হলেন, যা তিনি নিজেও ভুলে গিয়েছিলেন। ১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে কর্মরত থাকাকালে সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখায় তার নামে একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। বছর ঘুরতেই বদলি হয়ে চলে যান অন্যত্র — এরপর ওই অ্যাকাউন্ট ও টাকার কথা একেবারেই ভুলে যান তিনি। প্রায় চার দশক পর হঠাৎ ব্যাংক থেকে ফোন পেয়ে হতবাক হয়ে যান ডা. দেবলা মল্লিক। তাকে জানানো হয়, তার ওই পরিত্যক্ত অ্যাকাউন্টে সুদ-আসলে জমা হয়েছে ৩ লাখ ৫৬ হাজার টাকা। এরপর চট্টগ্রাম থেকে যশোরে এসে তিনি আনুষ্ঠানিকভাবে বুঝে পান এই ‘ভুলে যাওয়া সম্পদ’। "আমার গচ্ছিত এ টাকার কথা একেবারেই মনে ছিল না। যশোর সোনালী ব্যাংকের ইনচার্জ মো....