২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরীয়ান ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহরকাই। নোবেল কমিটি জানায়,মহাবিশ্বের ভয়াবহতার মাঝেও তার আকর্ষণীয় এবং দূরদর্শী রচনা শিল্পের শক্তিকে পুনরায় দৃ্ঢ় করে। লাসলো ক্রাসনাহরকাই ১৯৫৪ সালে রোমানিয়ান সীমান্তের কাছে হাঙ্গেরির দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট শহর গিউলাতে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস “সাতান্তাঙ্গো” হাঙ্গেরিতে ব্যাপক সাড়া ফেলে এবং তাঁকে ইউরোপীয় সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে। উপন্যাসটির পটভূমি কমিউনিজমের পতনের ঠিক আগের এক নির্জন গ্রামীণ খামারের। সেখানে হতাশাগ্রস্ত কৃষকদের জীবনে হঠাৎ আবির্ভূত হয় ক্যারিশম্যাটিক ইরিমিয়াস ও পেট্রিনা। তারা সবাই মৃত বলে বিশ্বাস করেছিল। আশা ও প্রতারণার এই দ্বন্দ্বের মধ্য দিয়ে লেখক মানুষের নৈতিক দুর্বলতা, প্রত্যাশা ও ধ্বংসের এক প্রতীকী চিত্র অঙ্কন করেছেন। এই উপন্যাস অবলম্বনে বিখ্যাত হাঙ্গেরিয়ান পরিচালক বেলা ১৯৯৪ সালে নির্মাণ করেন বহুল প্রশংসিত চলচ্চিত্র...