হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার কিউনা মাফাকা। ফলে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও আসন্ন পাকিস্তান সফরে খেলা হচ্ছে না তরুণ পেসারের। মাফাকার জায়গায় দুই সফরেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ওটনিল বার্টম্যান। আর ওয়ানডে দলে এসেছেন লিজাড উইলিয়ামস। গত সপ্তাহে নিউল্যান্ডসে ওয়েস্টার্ন প্রোভিন্সের বিপক্ষে লায়ন্সের হয়ে চার দিনের ম্যাচে খেলেন মাফাকা। প্রথম ইনিংসে ৫.৫ ওভার বল করার পর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। স্ক্যান রিপোর্টে প্রথমে বড় কোনো সমস্যা ধরা না পড়ায় দ্বিতীয় ইনিংসে আবারও বোলিং করে ১০ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন তিনি, যা দলের ইনিংস ও ১৩৪ রানের জয়ে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরবর্তী স্ক্যান ও মেডিকেল পরীক্ষায় তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। আগামী চার সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন বলে জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার বিপক্ষে...