অনেকটা আড়ালেই শেষ হওয়ার পথে এনসিএল টি-টোয়েন্টি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর বিভাগ আর ঢাকা বিভাগ। সমীকরণ স্পষ্ট, জিতলে কোয়ালিফায়ার আর হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। লো-স্কোরিং ম্যাচে সেই সমীকরণ মিলিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রংপুর বিভাগ। আর চলতি আসরে এখানেই সমাপ্তি টানতে হয়েছে ঢাকাকে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হরিয়ে ১২৩ রান তোলে ঢাকা বিভাগ। জবাব দিতে নেমে এক বল আর এক উইকেট হাতে রেখে জয় তুলে নেয় রংপুর। এখন ফাইনালের লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে (চট্টগ্রাম-খুলনা) পরাজিত দলের বিপক্ষে মাঠে নামবে রংপুর। রান তাড়ায় নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে মাত্র একজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে। ওপেনার অনিক সরকার সেই ইনিংসও লম্বা করতে পারেনি।...