ইসরাইল ও হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ চুক্তির ঘোষণা দিয়েছেন। ট্রাম্প জানান, চুক্তির অধীনে সব জিম্মিদের শিগগিরই মুক্তি দেওয়া হবে এবং ইসরাইল তাদের সেনা প্রত্যাহার করবে। প্রথম ধাপে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী গাজায় জিম্মি ২০ জন জীবিত ইসরাইলি বন্দি এবং ২৮ জনের মরদেহ ফেরত দেবে। এর বিনিময়ে ইসরাইল এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি মুক্তি দেবে—যাদের মধ্যে অনেকেই ২০২৩ সালের অক্টোবর থেকে আটক। চুক্তিটি মিশরের শারম-আল-শেখে তিন দিনের পরোক্ষ আলোচনার পর সম্পন্ন হয়। আলোচনায় কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গর্বিত যে ইসরাইল ও হামাস উভয়েই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম...