দ্বিতীয় হাঙ্গেরীয় লেখক হিসেবে সাহিত্যে চলতি বছর নোবেল জিতেছেন লাসলো ক্রাসনাহোরকাই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৫টার দিকে নোবেল কর্তৃপক্ষ তার নাম ঘোষণা করেন। তবে হাঙ্গেরীয় লেখক হিসেবে তিনিই প্রথম সাহিত্যে নোবেলজয়ী নন। তার আগে ২০০২ সালে সাহিত্যে নোবেল জিতেছিলেন ইমরে কেরতেস। সুইডিশ অ্যাকাডেমির মতে, আকর্ষণীয় ও দুরদর্শী রচনার জন্য লাসলোকে এ বছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে। লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে হাঙ্গেরির দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট শহর গিউলায় জন্মগ্রহণ করেন। এই ধরনের একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকাকেই কেন্দ্র করে লেখা তার প্রথম উপন্যাস ‘সাতানতাঙ্গো’, যা ১৯৮৫ সালে প্রকাশিত হয় (ইংরেজি অনুবাদ ২০১২)। উপন্যাসটি হাঙ্গেরিতে প্রকাশের পরই সাহিত্যজগতে আলোড়ন তোলে এবং লেখকের জীবনে এটি ছিল এক বিরাট সাফল্য। তার আরেক বিখ্যাত...