বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট বিভাগচা, পাহাড়, হাওর ও প্রবাসী অধ্যুষিত এই অঞ্চল দেশের অর্থনীতি, পর্যটন ও প্রবাসী যোগাযোগের এক উজ্জ্বল সম্ভাবনাময় ক্ষেত্র। তবু দুর্বল যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও বিমান চলাচলের সংকট সিলেটের এই সম্ভাবনাকে বারবার পিছিয়ে দিচ্ছে। সিলেট-ঢাকা মহাসড়কের নাজুক অবস্থা, ট্রেনের আসন স্বল্পতা ও বিমানের টিকিটের উচ্চমূল্যের কারণে দীর্ঘদিন ধরে সিলেটবাসী মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। বারবার আবেদন-নিবেদন করার পরও সিলেট-ঢাকা মহাসড়কের কাজে গতি আসেনি। মাত্র পাঁচ ঘণ্টার গন্তব্যে পৌঁছাতে এখন সময় লাগে ১৬ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত। একইভাবে ট্রেনের টিকিট প্রায় সোনার হরিণ, আর সিলেট-ঢাকা বিমান ভাড়ার জন্য যাত্রীদের পরিশোধ করতে হচ্ছে ১২ হাজার টাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে আকাশপথের ওপর নির্ভরতা যেমন বাড়ছে, তেমনি বিমান চলাচলের অপ্রতুলতা ও অবকাঠামোগত জটিলতায় তা আরও সংকট তৈরি করছে। ওসমানী আন্তর্জাতিক...