মহাখালী হোক কিংবা মিরপুর, উত্তরা অথবা বাড্ডা— রাজধানীর সব এলাকাতেই বৈদ্যুতিক ও সড়কবাতির খুঁটিতে ঝুলতে দেখা যায় কালো তারের জঞ্জাল। কোথাও কোথাও তারের এই জট ফুটপাত পর্যন্ত নেমে এসে প্রতিবন্ধকতা তৈরি করছে মানুষের চলার পথে। প্রতিবন্ধকতা-সৌন্দর্যহানির পাশাপাশি তারের এসব জট দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সমন্বিত কোনো উদ্যোগ দেখা যায় না। কখনো কখনো হঠাৎ করে উচ্ছেদ অভিযানের নামে তার কেটে দেওয়া হয়। এতে স্থানীয় ইন্টারনেট সেবা ও কেবল টিভি ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফলে ঘুরে-ফিরে আবার সেই সাধারণ মানুষকেই ভোগান্তিতে পড়তে হয়। রাজধানীর বাড্ডা, নদ্দা ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে প্রতিটি বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিতে জড়িয়ে আছে কালো তারের স্তুপ। এসব এলাকায় বেশির ভাগ ফুটপাতে মাথার ওপরে ঝুলতে দেখা যায় তারের কুণ্ডলি। কোথাও কোথাও তারের জটলা নেমে এসেছে...