সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন এই আপডেটে রিলস ফিডে আসছে ইনস্টাগ্রামের মতো “ফ্রেন্ড বাবলস” ও আরও বুদ্ধিমান এআই-নির্ভর সাজেশন সিস্টেম। মেটার দাবি, এই আপডেট ফেসবুককে আরও ব্যক্তিগত ও প্রাণবন্ত করে তুলবে। যেখানে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে বেশি যুক্ত থাকবেন এবং পছন্দের কনটেন্ট সহজেই খুঁজে পাবেন। মঙ্গলবার মেটা ঘোষণা দেয়, নতুন রিলস অ্যালগরিদমে এখন নতুন ও সাম্প্রতিক ভিডিওগুলো অগ্রাধিকার পাবে। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের স্ক্রল করার সময় আগের তুলনায় ৫০ শতাংশ বেশি নতুন রিলস দেখতে পাবেন। একই সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর রিকমেন্ডেশন টুল। যা ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে দেবে। মেটার ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট জগজিৎ চাওলা বলেন, “যদি কোনো ব্যবহারকারী এআই-তৈরি কনটেন্টে আগ্রহ দেখান, সিস্টেম তা বুঝে একই ধরনের কনটেন্ট আরও বেশি দেখাবে। আবার কেউ যদি এসব...