নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য এসেছে এক যুগান্তকারী সুখবর। দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিষয়ে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানানো হয়। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে বেতন-ভাতা পান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবার জন্যই ১০ম গ্রেড নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে এই গ্রেড উন্নয়নের জন্য কিছু প্রশাসনিক ও আর্থিক শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ, বেতন স্কেল নির্ধারণের দায়িত্ব অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের ওপর ন্যস্ত করা এবং প্রশাসনিক...